রবিবার, ২২ মে ২০২২, ১১:৫৯ অপরাহ্ন
আজকের শিশু
মোঃ রুবেল আহম্মেদ (আরব)
আজকে তুমি বর্তমান
হবে ভবিষ্যৎ,
যাত্রা মাত্র শুরু তুমার
পারি দিবে অনেক পথ।
তোমার আলোয় আলোকিত
হবে তোমার দেশ,
বিশ্বটাকে দেখবে তুমি
ঘুরবে নানান দেশ।
আজকে তুমি ছোট্ট শিশু
বয়ে আনলে আলো,
কালকে তুমি হবে বড়
বিশ্বটাকে রাখবে ভালো।
জন্ম নেওয়া শিশু তুমি
না হও যদি রোগাক্রান্ত,
সরকার তুমার দিচ্ছে টিকা
সারাদেশে সর্বান্ত।
চারার মত জন্ম নিলে
আজকে তুমি ভাই,
শিকরে ঘেরা বট গাছটা
হতে হবে তাই।