মরুর পুষ্প গেঁয়ো প্রাণে
ফরহাদ বিন সাজিদ
–——————-
নিদারুণ নিঃশ্বাসে বিশ্বাসের বিন্দু
সদ্য গড়তে চেয়েছি রহমের সিন্ধু
কৃপার গুণে হয় যেন হৃদয় ভরপুর
ধৈর্যের সীমানা কুশাদা কামনা করি
গেঁয়ো পথে নিমন্ত্রিত অতিথির তরী।
বিধাতার করুণায় সুশোভিত পুষ্প
সুঘ্রাণ ছড়ায় যেমন ভোর কুয়াশায়
তেমনি করে যেন মুখরিত করে ঘর
সম্মানে মুগ্ধবল হৃদয় কাঁড়া ভরপুর
হে মালিক বরকত দাও কর মকবুল
সূর্যের কিরণে যেমন করে ঝলমলে
স্রষ্টার সৃষ্টিজগত সুবিশাল বসুন্ধরা
আমন্ত্রিত দাখেলার শুভাগমন ধন্য
করুক নিমন্ত্রিত প্রত্যাশীর চিরপণ
হে প্রভু রহমের চাঁদরে করিও ভরণ