1. admin@amarsylhetnews.com : admin2020 :
  2. zoshim98962@gmaiil.com : আমার সিলেট ডেস্ক : আমার সিলেট ডেস্ক
  3. amarsylhetnews@gmail.com : আমার সিলেট নিউজ : আমার সিলেট নিউজ
  4. editor@amarsylhetnews.com : Amar SylhetNews : Amar SylhetNews

    শুক্রবার, ১৬ এপ্রিল ২০২১, ০৭:২১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম ::

হে প্রিয়তম – অধরা আলো

  • আপডেট সময় শনিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ১০১ বার পড়া হয়েছে

হে প্রিয়তম
—–অধরা আলো

সমুদ্রের তীরে উষ্ণ বালুকায় ঠাঁয় দাঁড়িয়ে
হারিয়েছি নিজেকে সিন্ধুর মায়াজালে,
পড়ন্ত সূর্য ডোবায় মুগ্ধতার আবেশ ছড়ায়
তনু মন জুড়ে।
অপলক অনুভবে গর্জনের প্রতিধ্বনি কর্ণে!
হিমেল হাওয়ায় এসে এলোমেলো করে চুল
দক্ষিনা বাতায়নে হরষিত মন।

ফেনিল জলরাশি তরঙ্গ তোলে সুমধুর দৃশ্যে
নয়ন ভরে,
গোধুলির ক্ষনে সূর্য অস্ত যায় সাথর জলে
আকাশ জুড়ে লাল আভার লুকোচুরি,
অন্তর জুড়ে আবেগের ফুলঝুরি।

কত কথা পড়ে মনে সাঁঝের বেলায়,
ভালোবাসার আবেশে মন যে দোলায়।
চাঁদের জোসনায় লক্ষ তারার মেলায় মন রঞ্জিত অনুরাগে,
তোমায় যে প্রিয় ভীষণ মনে পড়ে!

হাতে রেখে হাত কাটিয়েছি কত মধু চন্দ্রিমা রাত,
সাগরের তীর ঘেষে হেঁটেছি হাঁটুজলে হাসি উল্লাসে!
কত কুড়িয়েছি ঝিনুক লিখেছি নাম খোদাই করে,
ভালোবাসি ভালোবাসি তোমায় বলেছি শতবার কত ছলে।
আজও তোমায় ভীষণ মনে পরে প্রিয়তম হে প্রিয়তম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর