রবিবার, ২২ মে ২০২২, ১০:৩৬ অপরাহ্ন
হৃদ নিংড়ানো সুর-
ফরহাদ বিন সাজিদ
১১/৬/২০২১ইং
_____________________
কোলাহল গগনে নিশ্চুপ নিনাদে
আজ-ও স্বপ্ন দেখে বন্দা নয়নে,
নেই উল্লাসধ্বনি আচমকা সুর,
আছে বেজামূখ উত্তলিত দু’হাত,
নিরব বাক্যে অধমের মুনাজাত।
আশায় থাকে রহিমের দয়ার,
কখন যেন হয় প্রভুর আশীর্বাদ।
উজ্জ্বল মূখে প্রজ্জ্বলিত আলো,
রঙ্গিন করে তুলে মনো সঞ্চার।
যুদ্ধ পথে হবে বিজয়ের সংবাদ।
করজোড়ে চেয়ে থাকে প্রভুপ্রাণে,
চলন-হালতে অশ্রু ক্ষণে-ক্ষণে।
তথ্য অজানা হৃদয় প্রভাত হীনে,
উদ্ভাসিত মন রোজ সিক্ত হস্তে,
ভরসায় তাঁকে মুক্তির খোঁজে।