রবিবার, ২২ মে ২০২২, ১০:১৩ অপরাহ্ন
মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ ॥ আজমিরীগঞ্জে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকা, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি ও মিষ্টির প্যাকেটের ওজন বেশি থাকায় ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার বিকেল ৪টায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারি পরিচালক দেবানন্দ সিনহার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করায় আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা বাজার এলাকার সুরজাহান মেডিকেল হলকে ২ হাজার টাকা, সুধাংশু স্টোরকে ২ হাজার, সাফায়েত স্টোরকে ৩ হাজার, তানভির স্টোরকে ১ হাজার ৫শ’, খাজা এন্টারপ্রাাইজকে ৪ হাজার, পাবেল স্টোরকে ১ হাজার ও মিস্টির প্যাকেটের ওজন বেশি থাকায় মুজিবুর মিষ্টি ঘরকে ৫শ’ টাকা জরিমানা করা হয়। অভিযানে সহায়তা করেন আজমীরীগঞ্জ উপজেলার সেনিটারী ইন্সপেক্টর আমজাদ হোসেন ও শিবপাশা ফাঁড়ি পুলিশ।