রবিবার, ২২ মে ২০২২, ১০:৫৩ অপরাহ্ন
চাই শুরু শেষ রহীম-
ফরহাদ বিন সাজিদ
সুখহীন পৃথিবীটা কেমন হবে
আলপনায় এ ভেবেও চিন্তা জাগে।
চিন্তার পরিমাপ যদি হয় শেষ
দুঃখে দুঃখে ও হবে জীবন শেষ।
দুঃখের অলিগুলো কেমন হবে
জল্পনায় বারেবার এ-ই প্রশ্ন জাগে
প্রশ্নের কালি যদি হয়ে যায় শেষ
তিলেতিলে অনুভবে তাতেও শেষ।
আপন মানুষ যায় যদি পর হয়ে
ভাবনাহীন পথ ধর তুমি ইসলামের
ইসলাম দিবে তোমায় সুখের ছাঁয়া
যা পাবে না কভু হবে তুমি রহীম ছাড়া।