1. admin@amarsylhetnews.com : admin2020 :
  2. zoshim98962@gmaiil.com : আমার সিলেট ডেস্ক : আমার সিলেট ডেস্ক
  3. amarsylhetnews@gmail.com : আমার সিলেট নিউজ : আমার সিলেট নিউজ
  4. editor@amarsylhetnews.com : Amar SylhetNews : Amar SylhetNews

    মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪১ অপরাহ্ন

নেপথ্যের নায়ক – অধরা আলো

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৬১ বার পড়া হয়েছে

নেপথ্যের নায়কঅধরা আলো

নারী তুমি নষ্টা, তুমি বেশ্যাা, তুমি রাতের রানী
তুমি সমাজ পতীদের চোখে নোংরা আর্বজনা,
তোমায় তৈরীতে নৈপথ্যের নায়ক যারা,
তারাই সমাজ সেবক সমাজের উচ্চপদস্থ লোক
মুখোশ পরা ভয়ানক দানব রুপি অমানুষ।

 

যত লাঞ্চনা, যত বঞ্চনা তোমারী প্রাপ্যা!
কারণ তুমি মা হয়ে পরম মমতায় তোমারী গর্ভে
ধারণ করেছো নষ্ট পাপিষ্ঠ ভ্রুন।
বোন হয়ে আগলে রেখেছো মায়া বেধঁছো সারাক্ষণ।
প্রেয়সী হয়ে তৃষ্ণা জুড়িয়েছো প্রাণ ভালোবেসে।

 

দিনশেষে তুমিই অপরাধী পারোনি করতে মানুষ
জন্ম দিয়ে পৃথিবীর আলোতে দিয়েছো জীবন যাকে।
ভুলে যায় সমাজ ভুলে যায় জাতি,
সে জন্মের পিছনেও ছিলো কোন পুরুষ,
নেপথ্যেরও নায়ক সে অপরাধ তারো সম।

 

অথচ, অস্যাক্ষাতে রয়ে যায় তারা ক্ষমতার বলে
টাকার কাছে তুচ্ছতাচ্ছিল্য করে তোমার নারী সত্তাকে।
তোমার লোভাতুর দৃষ্টি, বিলাসিতার মোহ তোমায় আবদ্ধ করে ফেলে সেই সব মানুষ রুপি দানবের গড়া জালে।।
অবশেষে তোমার হয় চরম পরিনতি, হয় বদ্ধ কারাগারে, না হয় আত্মহননে মাটির কবরে।।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর