রবিবার, ২২ মে ২০২২, ১১:৪০ অপরাহ্ন
তুমি ভাবছো,
ছেড়ে যাচ্ছি প্রিয় ঘর, তোমার ভালোবাসা
নিজ হাতে তিলে তিলে গড়া সংসার,
যে সংসার কেটে গেছে আমার পচিঁশটা বছর
হাসি কান্না দুঃখ কস্টে যেথায় করেছি দিন যাপন
বললেই কি ছেড়ে যাওয়া যায়?
কিছুই তো ছেড়ে যাবার নয়।
যে করিডোরে বসে সময় কাটায়েছি প্রতিরোজ
দেখেছি সন্ধ্যার মলিন আকাশ প্রিয় আঁধার
চন্দ্র তারা।
অসহ্য যন্ত্রণায় মাটি কামড়ে পড়ে থাকা শহরের
বন্ধী জীবন বললেই কি ছেড়ে যাওয়া যায়?
তোমার শূন্যতা, একাকি নিঃসঙ্গতায় মৌন জীবন
তুমি কি খবর রাখো,
পরিত্যাক্ত প্রেমের শোক , রেখে যাওয়া কত স্মৃতি
কেমন নিস্প্রাণ খড়খড়ে দাগ কাটে হৃদয় কোণে।
ভেবেছো ছেড়ে গেলেই সব শেষ
ভালবাসা, খুনসুটিতে মেতে থাকা গল্পময় বিকেল
কুহেলিকা ভোর, জোসনা ভরা রাত,
সব শেষ! সব শেষ!
অথচ তুমি জানলেনা,
কতটা অস্থিরতায় অন্ধকার হাতরে বেড়াই
মৃত্যুকে করতে আলিঙ্গন।
কতশত মানুষ, চলে যায় ওপারে
তবু শেকড় গেঁথে থাকে একই স্থানে; উপরে নেয়া কি যায়?
বললেই কি ছেড়ে যাওয়া যায়?
বৃত্তের ঘূর্ণয়নে একদিন সব ফিরে ফিরে আসে।
কিছুই ছেড়ে যাবার নেই
খতিয়ে দেখ বাক্সবন্দি কাপড়, সংসারের খুটিনাটি
আঁকড়েই রাখে মায়াময় স্মৃতি,
বললেই কি ছেড়ে যাওয়া যায়।।