রবিবার, ২২ মে ২০২২, ১০:৩২ অপরাহ্ন
ষড়যন্ত্রের কবলে –
ব্যাক্তি,পরিবার,সমাজ এবং রাষ্ট্র জীবন।
⊕ব্যাক্তি জীবনে পরনিন্দায় মাতোয়ারা নিজের খুব আপন-জনরাই বিদ্যমান,যাদের সঙ্গে জীবনের সুখদুঃখের সময়টুকু কাটানো হয়।আর সরলতার সুযোগে দুর্বলতাকে পুঁজি বানিয়ে নেয় নিন্দুক,মুনাফিক,স্বার্থান্বেষী আপন বন্ধু ও স্বজনরাই।
⊕পরিবার জীবনে পারিবারিক নৈতিকতাই সুন্দর পরিবার গঠনে বিশাল ভুমিকা রাখে। কিন্তু পরিবার দংশে পাড়াপ্রতিবেশির কতেক নাম দারী সুরতে ইনসান
মানসিক শয়তান টাইপের লোকের কারণে পরিবার তচনচ,হয়ে যায়। তারা পরিবারের ভিতরে ডুকে পরিবার কে কুমন্ত্রণা দিয়ে দংশ স্তুপে ঢেলে দেয়।
⊕সমাজ জীবন আজ অনৈতিক কার্যক্রমে বিরাজমান,
সামাজিক কার্যকলাপ দেখলে মনে হয় এই সমাজে কোন ভাল মানুষের জায়গা নেই। সৎ নিষ্ঠাবান লোকের পিছনে সমাজের শত্রুরা উইপোকার মতো সারিবদ্ধ ভাবে নিত্য অভিযান শুরু করে যেন প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী।
⊕রাষ্ট্র জীবন ব্যাক্তি,পরিবার ও সমাজ জীবনের নির্জাস,যে রাষ্ট্রের উপরোক্ত তিনটি জীবন পরিশোধ্যের পার্সেন্ট বেশি সে রাষ্ট্রের রাষ্ট্রীয় জীবন শতভাগ নৈতিক অবকাঠামোর ভিত্তিতে চলবে ইনশাআল্লাহ।