রবিবার, ২২ মে ২০২২, ১০:২৬ অপরাহ্ন
মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৫৫৮ জন। এর মাঝে এইচএসসিতে ৪৪০ জন এবং আলিম পরীক্ষায় ১৮ জন।
এইচএসসি ভোকেশনালে কেউ জিপিএ-৫ পায়নি। হবিগঞ্জ জেলায় এইচএসসিতে পাশের হার ৯৪.৪০ শতাংশ, আলীমে পাশের হার ৯৪.৩৭ শতাংশ এবং এইচএসসি ব্যবসায় ব্যবস্থাপনায় পাশের হার ৯৫.৯৬ শতাংশ। জেলায় সেরা ফলাফল অর্জন করেছে বৃন্দাবন সরকারি কলেজ।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় ১২ হাজার ২১৩ জনের মাঝে পাশ করেছে ১১ হাজার ৫৩৯ জন। আলীম পরীক্ষায় ৯২৪ জনের মাঝে পাশ করেছে ৮৭২ জন এবং ব্যবসায় ব্যবস্থাপনায় ২৯৭ জনের মাঝে পাশ করেছে ২৮৫ জন।
সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী জালাল জানান, তার কলেজ থেকে ১ হাজার ১৭০ জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ১ হাজার ১৩৯ জন। পাশের হার ৯৭.৩৫ শতাংশ। এর মাঝে জিপিএ-৫ পেয়েছে ২৩৪ জন। বিজ্ঞান বিভাগ থেকে সর্বাধিক জিপিএ-৫ পেয়েছে ১৮৭ জন।