সোমবার, ২৩ মে ২০২২, ১২:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার : গতকাল শুক্রবার সকালে পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিলে নিজাম উদ্দিন আল আদনান সভাপতি, আব্দুল্লাহ আল নোমান সিনিয়র সহ-সভাপতি, খালেদ মাহমুদ সেক্রেটারি এবং আরাফাত আল মিসবাহকে সাংগঠনিক সম্পাদক রেখে ২০২২-২৩ সেশনের ৬১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।
কমিটি ঘোষণা করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ এর সাবেক সভাপতি মুফতি জাকির হোসাইন খান। আহমদ বিন ইসলামাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়ত মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
আরও বক্তব্য রাখেন মুফতি শেখ মুজিবুর রহমান, ওয়ালী উল্লাহ আরমান, মাওলানা রশিদ বিন ওয়াককাস, মুফতি আতাউর রহমান খান, মাওলানা খাইরুল ইসলাম, হাফেজ রশিদ আহমদ ও বিদায়ী সভাপতি মুফতি সোহাইল আহমদ প্রমুখ।
ছাত্র জমিয়ত বাংলাদেশ এর কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে।