রবিবার, ২২ মে ২০২২, ১০:৩৪ অপরাহ্ন
মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান্দ চা বাগান মাঠে স্বাধীনতা দিবস উপলক্ষে সাঁওতালদের ফুটবল টুর্ণামেন্ট শুরু হয়েছে। শনিবার দুপুরে প্রধান অতিথি হিসাবে টুর্ণামেন্টের উদ্বোধন করেন শানখলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফজলুর রহমান তরফদার সবুজ।
উদ্বোধনী খেলায় অংশ নেয় লালচান্দ সাঁওতাল আধিবাসী একাদশ বনাম রশিদপুর সাঁওতাল আধিবাসী একাদশ। উদ্বোধনী খেলায় ট্রাইবেকারে ৪-৩ লালচান্দ সাঁওতাল আধিবাসী একাদশ রশিদপুর সাঁওতাল আধিবাসী একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময়ে খেলাটি গোলশুণ্য ড্র হয়।
লালচান্দ চা বাগান সাঁওতাল আধিবাসী সংগঠনের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টে ৮টি দল অংশ নেয়। দলগুলো হল- লালচান্দ চা বাগান সাঁওতাল আধিবাসী একাদশ, রশিদপুর চা বাগান সাঁওতাল একাদশ, কর্ণেল চা বাগান সাঁওতাল আধিবাসী একাদশ, সুরমা চা বাগান সাঁওতাল আধিবাসী একাদশ,
দিনাজপুর সাঁওতাল আধিবাসী একাদশ, বলাশ্রী চা বাগান সাঁওতাল আধিবাসী একাদশ, কাক্নিমারা চা বাগান সাঁওতাল আধিবাসী একাদশ ও তেলিয়াপাড়া চা বাগান সাঁওতাল আধিবাসী একাদশ।