রবিবার, ২২ মে ২০২২, ১০:২৩ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজারে শ্যামপুর ও হাউদপাড়া গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে থামাতে গিয়ে কোরআনে হাফেজ মাওলানা সালেহ আহমদ ঘটনাস্থলে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানা পুলিশ। নিহত হাফিজ মাওলানা সালেহ আহমদ হাউদপাড়া গ্রামের অধিবাসী ছিলেন।
দু’পক্ষের টানা ১০ ঘন্টা ব্যাপী চলা সংঘর্ষ থামাতে গিয়ে সোমবার সকাল ৭ টার দিকে সালেহ আহমদ সহ কয়েকজন মধ্যস্থতার উদ্যোগ নিলে তাদের উপর নির্মমভাবে এ হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মাওলানা সালেহ আহমদ।
এ ঘটনায় আরো কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি। এ ঘটনার জেরে হাউদপাড়া গ্রামে রন প্রস্তুতি শুরু হয়েছে। যেকোনো সময় সংঘর্ষ আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে।