রবিবার, ২২ মে ২০২২, ১০:৫৭ অপরাহ্ন
গোয়াইনঘাট প্রতিনিধি:সিলেটের গোয়াইনঘাটে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন(এজেন্সী) এবং উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে “উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ” প্রতিহিতকরণে নাগরিকদের সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
উগ্রবাদ ও সহিংস উগ্রবাদ প্রতিহতকরণ নাগরিকদের সচেতনতামূলক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহমেদ।
গতকাল শনিবার সকালে গোয়াইনঘাট উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন গোয়াইনঘাট উপজেলা শাখার ফিল্ড সুপার ভাইজার আহমদ হাবিব’র পরিচালনায় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি ফাউন্ডেশন সিলেট বিভাগ’র পরিচালক মো. আবু ছিদ্দিকুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ প্রমুখ।