রবিবার, ২২ মে ২০২২, ১০:২৯ অপরাহ্ন
মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জে মৌসুমের আগেই বাজারে আসতে শুরু করেছে অপরিপক্ক লিচু। এসব লিচু বাজারে বিক্রিও হচ্ছে বেশ চড়া দামে। ২০০ টাকা থেকে শুরু করে অঞ্চলভেদে বিক্রি হচ্ছে ৩০০ টাকা পর্যন্ত। বুধবার হবিগঞ্জের বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায় দেদারছে বিক্রি হচ্ছে লিচু। দাহিদাও রয়েছে বেশ।
আগাম জাতের লিচু হওয়ায় দাম একটু বেশি। তবে লিচুতে এখনো পুরোপুরি পরিপক্কতা আসেনি স্বীকার করছেন বিক্রেতারা। অসময়ে হলেও বাড়তি লাভের আশায় আগেই বাজারে নিয়ে আসা হয়েছে এই লিচু। মৌসুমের লিচু মিষ্টি ও রসালো হলেও এখনকার লিচু টক-মিষ্টি স্বাদের। এরপরও দাম বেজায় চড়া।
হবিগঞ্জ শহরের চৌধুরী বাজারে আসা একজন ক্রেতা জানান, বাসায় বাচ্চাদের চাহিদা লিচু, তাই অপরিপক্ক হলেও নিতে হচ্ছে। খেতে টক হলেও তাদের কাছে লিচু খুবই পছন্দের। আজমান মিয়া নামে এক বিক্রেতা জানান, মৌসুম পুরোপুরি শুরু না হওয়ায় বিক্রি কম।
দাম বেশি কিনা জানতে চাইলে তিনি বলেন, শুরুর দিকে দাম তো একটু বেশিই থাকবেই। তবে কিছু দিনের মধ্যেই দাম আরও কমে আসবে।
সংশ্লিষ্টরা জানান, সপ্তাহ খানেকের মধ্যেই পরিপক্ক রসাল লিচু পাওয়া যাবে।