রবিবার, ২২ মে ২০২২, ১০:৩৩ অপরাহ্ন
মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জ-বানিয়াচং সড়কে সিএনজি চালকরা অতিরিক্ত ভাড়া আদায় করছে এমন অভিযোগের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর টনক নড়েছে প্রশাসনের।
অবশেষে সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বৈঠক করে বর্ধিত ভাড়া বাতিল করেছে উপজেলা প্রশাসন। বুধবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, সিএনজি মালিক সমিতির সভাপতি ও ১নং উত্তর-পূর্ব ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শাহেদ মিয়া, সাধারণ সম্পাদক সহিদুর রহমান সবুজ ও প্রশাসিনক কর্মকর্তা মহিবুর রহমান প্রমূখ।
প্রসঙ্গত, সম্প্রতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির অজুহাতে প্রশাসনের কোন রকম অনুমতি না নিয়েই মনগড়াভাবে যাত্রী প্রতি ৪০ টাকার স্থলে ৫০ টাকা করে ভাড়া আদায় করতে থাকে সিএনজি চালকরা। এতে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।
এ প্রেক্ষিতে সিএনজি মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বৈঠক করে বর্ধিত ভাড়া প্রত্যাহার করা হয়।