সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৬:৩৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার :বাহুবল উপজেলার ৭নং ভাদেশ্বর ইউনিয়ন ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলন ২০২২ অনুষ্ঠিত হয়েছে।গতকাল বুধবার (১৮)মে বিকাল ৪টান দিকে স্থানীয় রশিদপুর বাগানে মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কামরুজ্জামান বশির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফতাব সঞ্চালনায় সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-হবিগঞ্জ-৩ হবিগঞ্জ-লাখায়ই শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবু জাহির এম পি, সম্মেলন উদ্বোধন করেন বাহুবল উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর নুর মানিক। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন
হবিগঞ্জ-১ বাহুবল-নবীগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট সিরাজ চৌধুরী , সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সফল উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই,
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এম সোহেল আহমেদ কুটি, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বশীর আহমেদ ও আব্দুল কদ্দুস,উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এম এ মজিদ তালুকদার প্রমূখ।
সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ,এবং উক্ত ইউনিয়নের আওয়ামী ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ।
সম্মেলনে সভাপতি পদে প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন ৭নং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত নৌকার চেয়ারম্যান কামরুজ্জামান বশির।
সাধারণ সম্পাদক পদে ৮ প্রার্থী থাকায় কমিটি ঘোষণা করা সম্ভব হয়নি। পরবর্তী সিদ্ধান্ত উপজেলা আওয়ামীলীগের হাতে চেড়ে দিয়েছেন প্রার্থীরা।