সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৫:০৯ পূর্বাহ্ন
সুমন আহমেদ বিজয়:লাখাইয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব ১৭ ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকালে লাখাই উপজেলার মশাদিয়ায় স্থাপিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ৫নং করাব ইউনিয়ন ফুটবল দল বনাম ৬নং বুল্লা ইউনিয়ন ফুটবল দলের মধ্যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ায় ট্রাইবেকারে ৫নং করাব ইউনিয়ন ফুটবল দল বিজয়ী হয়।
ফাইনাল ম্যাচ উপলক্ষে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিনের সভাপতিত্বে ও লাখাই উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফজলে এলাহী মোঃ ফরহাদের পরিচালনায় এক সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের সাংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন লাখাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম,লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাইদুল ইসলাম,
লাখাই উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ,যুগ্ম সাধারণ সম্পাদক শাহ রেজা উদ্দিন আহমেদ দুলদুল,সাংগঠনিক সম্পাদক শফিউল আলম শাকিল, রাসেল আহমেদ, ৫নং করাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কদ্দুস,৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট খোকন চন্দ্র গোপ,৪নং বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফুরুক।
ফাইনাল খেলায় বিজয়ী ৫নং করাব ইউনিয়ন ফুটবল দলের অধিনায়ক ও চেয়ারম্যানের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মোঃ মুশফিউল আলম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন।