সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৫:০১ পূর্বাহ্ন
ঝরছে প্রাণ—-অধরা আলো
ঝরছে প্রাণ কত শ্রমিক যোদ্ধার
নির্বাক বাংলার আকাশ,
উষ্ণতার দাবানলে পুড়ছে মানুষ
আর্তচিৎকার হৃদয় ফাটার।
কত প্রাণ আজ বিপন্ন
পিতৃ মাতৃহীন কত সন্তান
মায়ের আহাজারি সন্তান হারাবার
দগ্ধ শরীরের বাঁচার অহেতুক আকুতি
মানবতা আজ বিপন্ন, হচ্ছে শত দুর্ভাগার অগ্নি সমাধি
স্বার্থান্বেষী মহল!
লালসার দাবানলে ক্ষুধার্ত জীবন,
হচ্ছে বলি ধনাঢ্য ব্যক্তিদের বিধিবহির্ভূত
কর্মকান্ডে।
মূল্যহীন শ্রমিকের জীবন,
হাসপাতালে লাশের সারি, অনিশ্চিত ভবিষৎ
স্বজনের আহাজারি।
এই কেমন মৃত্যু প্রশ্ন হাজার?
কে দিবে উত্তর? কে নিবে দায়ভার।