সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৫:৫৫ পূর্বাহ্ন
সুমন আহমেদ বিজয়ঃ সুনামগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মে/২২ মাসে সন্তোষজনক হারে ওয়ারেন্ট তামিল, মাদক উদ্ধার, হারানো মোবাইল উদ্ধার, বিকাশের টাকা উদ্ধারসহ আইন শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় জামালগঞ্জ থানার এএসআই সুমন চন্দ্র গোপ কে অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে শ্রেষ্ঠ এএসআই হিসাবে নির্বাচিত করা হয়েছে।
গতকাল ৮ জুন বুধবার জেলা পুলিশ লাইনে মাসিক কল্যাণ সভায় সুনামগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মিজানুর রহমান বিপিএম এএসআই সুমন চন্দ্র গোপ কে সম্মাননা স্মারক ক্রেষ্ট উপহার দেন।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সুমন মিয়া।
এএসআই সুমন চন্দ্র গোপ জানান, সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) সাহিদুর রহমান স্যারের দিক-নির্দেশনায় ও জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোঃ আব্দুন নাসের স্যারের সহযোগিতায় এই কৃতিত্বপূর্ণ কাজ করতে সক্ষম হয়েছেন। তিনি থানায় কর্মরত সকল সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উনার এই প্রাপ্তি জামালগঞ্জ থানার সকল অফিসার ফোর্সদের নামে উৎসর্গ করেছেন।
উল্লেখ্য সুমন গোপ লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়নের পূর্ব বুল্লা গ্রামের আগাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরিপদ গোপের বড় ছেলে।