সোমবার, ০৪ জুলাই ২০২২, ০৫:০৩ পূর্বাহ্ন
মঈন উদ্দিন আহমেদ, হবিগঞ্জ : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও’র কালনী নদীতে অবৈধ কারেন্ট জাল আটক করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকা মূল্যের ১৩০টি জাল আটক করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।
পরে আটককৃত অবৈধ জালগুলো উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে বিনষ্ঠ করা হয়। এ সময় অভিযান উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনিছুর রহমান, কাকাইলছেও নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ রকিবুল হাসানসহ একদল পুলিশ।
অবৈধ কারেন্ট জাল উদ্ধারে প্রশাসনের অব্যাহত অভিযান থাকবে বলেন জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুল ইসলাম।