দোয়ারাবাজার প্রতিনিধিঃ দোয়ারাবাজারে বীর মুক্তিযোদ্ধা ইদ্রিছ আলী (৮৫) আর নেই। রবিবার (২৬ জুন) সকাল সাড়ে ৮টায় উপজেলার নরসিংপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর (দক্ষিণ) গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টসহ বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন।
ওইদিন বিকাল সাড়ে ৫টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমদ,দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেব দুলাল ধর ও এস আই পান্নার উপস্থিতিতে একদল চৌকস পুলিশ কর্মকর্তা তাকে গার্ড অব অনার প্রদান করেন।
জানাজা শেষে রাস্ট্রীয় মর্যাদায় গ্রামের পঞ্চায়েতি গোরস্থানে তার লাশ দাফন করা হয়।