রবিবার, ২২ মে ২০২২, ১০:৩১ অপরাহ্ন
আদনান ফারাবী (নীল):
এক পট চালে কতটা জল-জাল দিলে ভাত হয় সে রসায়ন না জানলেও চলবে হোক না আধা সেদ্ধ, কচাল; পালং-লাল শাক সেদ্ধ করে, জল ফেলে দিলেও আপত্তি নেই,
মশারি টানার আর্টও আমার আয়ত্তে আছে
বিছানো গোছানোর কাজটিও আমাকে দিয়ে হবে।
কেবল ‘দুই’য়ের সাথে ‘এক’ যোগ করতে পারলে বাঁচি।
আর ময়-মুরব্বির সামনে
একটু আদব-লেহাজ দেখালে চলবে, এই যা!
কিন্তু বেসুরে একদম গাওয়া যাবে না।
জানেন তো, কবিতার সাথে আমার বেশ সখ্য
ক্লাসিক-রোমান্টিক না বুঝলেও সংঘাত অনিবার্য!
আমাকে চিনতে হবে না…
যাহা পারবেনা সেটা বলে লাভ কি?
আমাকে খানিকটা বুঝার চেষ্টা করলেও হবে..
লাভ ক্ষতির হিসেব টা তুলে রাখবে
বয়েস যখন আশি পেরুবে বেচেঁ থাকলে
লাভ ক্ষতির হিসেব টা
সুতোয় সুতোয় বুঝিয়ে দেয়া হবে।
স্বার্থপর হতে হবে তোমায়
তোমার ভালোবাসা শুধু আমায় একা দিবে।
আরো কত কি ভাবনা আসবে
কোনো এক নির্ঘুম রাতে দুজনে মিলে হেসেঁ পুষিয়ে নিবো।
তুমি কি পারবে ??
আদনান ফারাবী (নীল), সিলেট।